রোনালদোর প্রেমে হাবুডুবু খাচ্ছে সাঁতারকন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮
রোনালদোর প্রেমে হাবুডুবু খাচ্ছে সাঁতারকন্যা

ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন আড়াই মাসও হয়নি। এরইমধ্যে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার চুরি করেছেন এক রমণীর হৃদয়!

ফ্রেডেরিকা পেলেগ্রিনি নামে ওই রমণী রোনালদোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ইতালির এই তারকা নারী সাঁতারু প্রস্তুত রোনালদোকে নিজের মন দিতে।

তবে ৩৩ বছর বয়সী রোনালদো ভালোবাসার ডাকে সাড়া দিয়ে ৩০ বছর বয়সী ফ্রেডেরিকার হৃদয়ে প্রবেশ করবেন কিনা, সেটাই প্রশ্ন।

রোনালদোর বান্ধবী আছেন। তাদের ঘরে সন্তানও আছে। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের অনামিকায় আংটি পরানোর কাজটিও সেরে ফেলেছেন রোনালদো।

প্রস্তুতি নিচ্ছেন বিয়ের পিঁড়িতে বসার। ফ্রেডেরিকা পেলেগ্রিনি সবকিছু জানার পরও রোনালদোর বাহুডোরে বাঁধা পড়তে প্রস্তুত।

ফ্রেডেরিকা জুভেন্টাসের অন্ধ সমর্থক। রোনাল্ডো তার প্রিয় ক্লাবে যোগ দিয়েছেন। সুযোগ বুঝে তাই নিজের ভালোবাসাটা প্রকাশ করলেন প্রকাশ্যে।

ফ্রেডেরিকা স্পষ্ট বলেছেন, ‘যদি ক্রিশ্চিয়ানো আমাকে ডিনারে আমন্ত্রণ জানায়, সঙ্গে সঙ্গেই আমি হ্যাঁ বলে দেব। এমনকি, সে যদি বাগদানও সেরে ফেলে বা সে যদি বিবাহিতও হয় এবং সন্তানও থাকে, তাতেও কোনো সমস্যা নেই।

আমি সানন্দেই তার আমন্ত্রণ গ্রহণ করব।’ ফ্রেডেরিকা নিজে থেকে রোনালদোর কাছে ডিনারের আমন্ত্রণ চেয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ডিনার চাওয়ার মাধ্যমে ফ্রেডেরিকা প্রকারান্তরে নিজের ভালোবাসার প্রস্তাবটাই দিয়ে ফেলেছেন রোনালদোকে।

সাবেক রিয়াল তারকা কি ফ্রেডেরিকাকে ডিনারে আমন্ত্রণ জানাবেন? ইতালির ইতিহাসের সেরা নারী সাঁতারু ফ্রেডেরিকা। বিশ্বের অন্যতম সেরা। ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ডধারী।

ইতালির ইতিহাসে একমাত্র তিনিই একাধিক ইভেন্টের বিশ্ব রেকর্ডধারী। ইতিহাসের একমাত্র সাঁতারু হিসেবে টানা সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তিনি। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সোনার পদক জিতেছেন ১৩টি।


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

ইংল্যান্ড দল থেকে সড়ে দাঁড়ালেন স্টার্লিং

ইংল্যান্ড দল থেকে সড়ে দাঁড়ালেন স্টার্লিং