গার্দিওলাকে সতর্ক করলো এফএ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯
গার্দিওলাকে সতর্ক করলো এফএ

লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টাচলাইনে অযাচিত বাক্য ব্যবহারের কারণে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে সতর্ক করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গত বৃহস্পতিবারের ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারি এন্থনি টেইলরের একটি সিদ্ধান্তের প্রতিবাদে গার্দিওলা গলার স্কার্ফ মাটিতে ছুঁড়ে ফেলেন ও চতুর্থ অফিসিয়াল মার্টিন অ্যাটকিনসনকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এবারের মৌসুমে ৪৭ বছর বয়সী গার্দিওলার এটাই প্রথম সতর্কতামূলক শাস্তি। এফএ তাদের ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে গার্দিওলাকে শাস্তি প্রদান করেন। একইসাথে সেখানে স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে যেকোন কোচ চারবার এই ধরনের সতর্কতা মূলক শাস্তি পেলে তাকে টাচলাইন থেকে বহিষ্কার করা হবে।

লিওরে সানের দ্বিতীয়ার্ধের গোলে ম্যাচে ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়ে সিটি প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের থেকে এখন চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হোন্ডা

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হোন্ডা

এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

৬ রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে

৬ রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে