ভারতের কাছে হেরে চাকরি হারালেন থাই কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ এএম, ০৮ জানুয়ারি ২০১৯
ভারতের কাছে হেরে চাকরি হারালেন থাই কোচ

ফাইল ছবি

ফুটবল এশিয়া কাপে ভারতের কাছে ৪-১ গোলে থাইল্যান্ড হেরে যায়। টুর্নামেন্টে দেশটির দুই ম্যাচ বাকী থাকতেই বরখাস্ত করা হলো থাইল্যান্ড কোচ মিলোভান রাজেভাচকে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতই এগিয়ে। থাইল্যান্ড যেখানে ১১৮, ভারত ৯৭। তারপরও পরশু এশিয়ান কাপে ভারতের কাছে ৪-১ গোলে হারটা বড় ধাক্কা মনে করছে থাইল্যান্ড। ১-১ সমতা নিয়ে বিরতিতে যাওয়া থাইল্যান্ড বিরতির পর খেয়েছে আরও তিনটি গোল। এভাবে হেরে যাওয়াটা মেনে নিতে পারেনি থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সোমায়ত পম্পাংমুং।

ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান বলেন, ‘দেশের বাকি সব ফুটবলপ্রেমীর মতো আমিও খুবই হতাশ। এমন হারের পর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি তো বসে থাকতে পারি না।’ আর সভাপতিদের বসে না থাকার মানেই তো কোচের চাকরিচ্যুত হওয়া। ফুটবলে এটাই নির্মম সত্য।

৬৫ বছর বয়সী সার্বিয়ান মিলোনাভ ২০১৭ সালে থাইল্যান্ড দলের দায়িত্ব গ্রহণ করেন। পারফরমেন্স ভালো হওয়ার সুবাদে ২০১৮ সালে তাঁর সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি করে থাই ফুটবল। কিন্তু সম্পর্কটা চুকে গেল ২০১৯ এর শুরুতেই। থাইল্যান্ডের আগে আলজেরিয়া ও কাতারের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিলোভান রাজেভাচ। তাঁর অধীনেই ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে ঘানা।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেটাফের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা

গেটাফের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা

ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

মাদক নেওয়ার অপরাধে আটক রুনি

মাদক নেওয়ার অপরাধে আটক রুনি

থাইল্যান্ডকে পরাজিত করে এশিয়ান কাপে ভারতের শুভ সূচনা

থাইল্যান্ডকে পরাজিত করে এশিয়ান কাপে ভারতের শুভ সূচনা