আইসিসির সভাপতি নির্বাচন নিয়ে ভারত-পাকিস্তানের ভিন্নমত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৪ আগস্ট ২০২০
আইসিসির সভাপতি নির্বাচন নিয়ে ভারত-পাকিস্তানের ভিন্নমত

চলতি বছরের জুলাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে সরে দাঁড়ান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। তারপর এখনও নতুন সভাপতিকে পায়নি আইসিসি।

সোমবার (১০ আগস্ট) আইসিসির বোর্ড মিটিংয়েও কোন সমাধান আসেনি সভাপতির পদ নিয়ে। তবে এরই মধ্যে আইসিসির সভাপতি নির্বাচন ঠান্ডা লড়াইয়ে নেমেছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। লড়াইটা কেমন তা জানিয়েছেন আইসিসি এক কর্মকর্তা।

তিনি জানান, আইসিসির চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়ায় ১৭ জন ভোট দিতে পারেন। ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড চাইছে এই ১৭ জনের মধ্যে অর্ধেকের বেশি সমর্থন যে পাবেন, তাকেই পরবর্তী সভাপতি নির্বাচিত করা হবে। কিন্তু পাকিস্তান ও অন্যান্য দেশগুলোর মত ভিন্ন। তারা চাইছে ১৭ জনের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট যে পাবেন, তাকেই সভাপতি করা হোক। তাই আইসিসির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে জটলা। কোন পদ্ধতিতে আইসিসি পরবর্তী সভাপতি নির্বাচন, সেটিই এখনো ঠিক করা সম্ভব হয়নি।

যা পরিস্থিতি হয়েছে, তাতে নির্বাচন ছাড়া অন্য কোনও পথও খোলা নেই আইসিসির কাছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সভাপতি চেয়ারম্যান নিয়োগ দেওয়ার অবস্থাও নেই। মনোহরের বিদায়ের পর ক্রিকেটমহলে গুঞ্জন উঠে, আইসিসির সভাপতির দৌঁড়ে আছেন বিসিসিআই’র বর্তমান বস সৌরভ গাঙ্গুলি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সভাপতি কলিন গ্রেভস এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন। আইসিসির সভাপতি হতে লড়াইয়ে নামার সম্ভাবনা রয়েছেন বর্তমানে সংস্থাটির অন্তুবর্তীকালীন দায়িত্বে থাকা হংকংয়ের ইমরান খাজারও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির করোনা অ্যাপসে যুক্ত হচ্ছে যুব ক্রিকেটাররা

বিসিবির করোনা অ্যাপসে যুক্ত হচ্ছে যুব ক্রিকেটাররা

ডাবল সেঞ্চুরির পরের ম্যাচে দল থেকে বাদ পড়লেন কক্স

ডাবল সেঞ্চুরির পরের ম্যাচে দল থেকে বাদ পড়লেন কক্স

বাবার হাতে জরিমানা গুনতে হলো স্টুয়ার্ট ব্রডকে

বাবার হাতে জরিমানা গুনতে হলো স্টুয়ার্ট ব্রডকে

২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ