তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ এএম, ১৬ আগস্ট ২০২০
তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ সূচি এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবেন তামিম-মুশফিকরা। তবে তার আগে তিনবার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে পাস করতে হবে টাইগারদের।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সফর সঙ্গী হবে এইচপি দলও। করোনার সময়ে মাঠে ক্রিকেট ফেরায় মানতে হচ্ছে বেশ কিছু বিধি-নিষেধ।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। খেলা শুরু হওয়ার এতো আগে যাওয়ার নেপথ্যে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন।

শ্রীলঙ্কা যাওয়ার আগে বাংলাদেশেই তিনবার করোনা পরীক্ষা দিতে হবে টাইগার ক্রিকেটারদের। যেখানে তিন পরীক্ষাতে নেগেটিভ আসলেই কেবল শ্রীলঙ্কা যেতে পারবেন তারা। শনিবার (১৫ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে ওরা ব্যক্তিগতভাবে পরীক্ষা করাবে। মানে হচ্ছে বাড়িতে থাকতেই একবার পরীক্ষা করাবে। ক্যাম্পে আসার পর আমাদের বলে দেওয়া জায়গায় (বিসিবির অধীনে) আবার পরীক্ষা করাবে। অন্য কোথাও করলে হবে না। আশা করি, সবাই নেগেটিভ আসবে। যাদের নেগেটিভ তাদেরকে আমরা ডাকব।’

পাপন বলেন, ‘ক্যাম্পে আসার পর আমরা আরও একবার পরীক্ষা করাব। কারণ, ক্যাম্পে আসার সময়ও তো আক্রান্ত হতে পারে। ওই পরীক্ষার তিনদিন পর আমরা আবারও পরীক্ষা করাব। মোট তিনবার পরীক্ষা করানো হবে।’

তিন পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট পাওয়া ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া অনুশীলন ম্যাচের জন্য শ্রীলঙ্কার কোন দল না পাওয়ায় জাতীয় দলের সাথে যাওয়া এইচপি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার ক্রিকেটাররা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গ্রায়েম স্মিথের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

গ্রায়েম স্মিথের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের জন্য জাতীয় দলকে ‘না’

আইপিএলের জন্য জাতীয় দলকে ‘না’

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে নতুন ৩ মুখ

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে নতুন ৩ মুখ