ঢাকার বিপক্ষে আজও টার্গেট নিয়ে খেলবে চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৭ ডিসেম্বর ২০২০
ঢাকার বিপক্ষে আজও টার্গেট নিয়ে খেলবে চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম দেখায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে টার্গেট নিয়ে খেলে বাজিমাত করেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। এবার নিজেদের দ্বিতীয় দেখাতেও সেই একই পথে হাঁটলেন চট্টগ্রামের দলনেতা মোহাম্মদ মিঠুন।

রোববার (৬ ডিসেম্বর) টুর্নামেন্টের ১৩তম এবং নিজেদের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের দলনেতা মোহাম্মদ মিঠুন। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

চলমান টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রাম একমাত্র দল, যারা এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি। নিজেদের প্রথম চার ম্যাচে সবগুলোতে জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আজ (রোববার) জিতলেই প্লে-অফে খেলার টিকিট অনেকটাই নিশ্চিত হবে চট্টগ্রামের।

অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বেক্সিমকো ঢাকা। দুই দলের প্রথম লড়াইয়ে বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রাকিবুল হাসান।

বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মুক্তার আলী, শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরছেন সাইফউদ্দিন, শক্তি বাড়াতে মাশরাফিকেও চায় রাজশাহী

ফিরছেন সাইফউদ্দিন, শক্তি বাড়াতে মাশরাফিকেও চায় রাজশাহী

দ্বিতীয় দেখাতেও খুলনার কাছে পরাস্ত বরিশাল

দ্বিতীয় দেখাতেও খুলনার কাছে পরাস্ত বরিশাল

রাজশাহীর হ্যাটট্রিক হারে ঢাকার দ্বিতীয় জয়

রাজশাহীর হ্যাটট্রিক হারে ঢাকার দ্বিতীয় জয়

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ