ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২০
ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার পর বন্ধ ঘোষণা করা হয় ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। শুরুতে অল্প সময়ের জন্য হলেও এবার স্থগিত করা হলো অনিদির্ষ্ট সময়ের জন্য। অর্থাৎ প্রথম রাউন্ডের পর এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ।

চীনের উহান প্রদেশের করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার প্রথম রাউন্ড শেষে বন্ধ করে দেওয়া হয় ঢাকা প্রিমিয়ার লিগের ৭ম আসরের খেলা। সাময়িকভাবে ৫ম রাউন্ড পর্যন্ত খেলা স্থগিত করা হয়। তবে বুধবার (১৫ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজ (বুধবার) সিদ্ধান্ত নিয়েছি যে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেলা থাকবে। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে ক্লাব ও বোর্ডের সাথে বসা হবে এবং তখন খেলা চালানো সম্ভব হলে চালাবো।

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপের অবস্থার উন্নতি হলে চলতি এপ্রিলে প্রিমিয়ার লিগ পুনরায় চালু করার কথা ছিল। তবে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ায় এবার অনিদিষ্টকালের জন্যই বন্ধ ঘোষণা করা হলো।

গত ১৭ মার্চ প্রথম রাউন্ড হয়েই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ। প্রাথমিকভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাময়িকভাবে বন্ধ হলেও লিগ কোনভাবেই ১৫ এপ্রিলের আগে শুরু হবে না। আজ সেই ১৫ এপ্রিল এলো নতুন সিদ্ধান্ত।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’। এছাড়া বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ছিল ওয়ালটন।


শেয়ার করুন :


আরও পড়ুন

চুক্তির বাইরে ৯৬ ক্রিকেটারকে টাকা দিল বিসিবি

চুক্তির বাইরে ৯৬ ক্রিকেটারকে টাকা দিল বিসিবি

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

সুবিচার করতে না পারলে আমিই সরে দাঁড়াবো : তামিম

সুবিচার করতে না পারলে আমিই সরে দাঁড়াবো : তামিম

বঙ্গবন্ধুর নামে ডিপিএল

বঙ্গবন্ধুর নামে ডিপিএল