তিন লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৪ জুন ২০২০
তিন লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

চারিদিকে যখন ক্রীড়ামোদী মানুষেরা ক্রিকেটের জন্য হাহাকার করছে ঠিক তখনই তিন লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী।

তবে সন্দেহের তীর যাদের উপর তাদের নাম তিনি প্রকাশ করেন নি, এমনকি তারা সাবেক কি বর্তমান সেটাও জানাননি শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী দালাস আলহাপপেরুমা। তার কণ্ঠে ছিল আক্ষেপের সুর। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে খেলাধুলা অনিয়ম এবং ব্যক্তিত্ব সঙ্কটে ভুগছে।’

ক্রিকেটারদের নাম না জানা গেলেও লঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য নিশ্চিত করেছে তিন ক্রিকেটারের কেউই বর্তমান জাতীয় দলের সদস্য নন। অভিযুক্ত ক্রিকেটারদের উপর আইসিসির তদন্তের ব্যাপারটিও নিশ্চিত করেছে বোর্ড।

এর আগে ২০১৮ সালে সীমিত ওভারের ক্রিকেটে দুর্নীতির কাজে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ করা হয় সাবেক পেসার দিলহার লোকুহেটিজকে। এছাড়া শ্রীলঙ্কার ওপেনার ও সাবেক প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া ও নুয়ান জোয়েসার বিরুদ্ধে অভিযোগ এনেছিল আইসিসি।

জয়সুরিয়া ফিক্সিং তদন্তে সহযোগিতা না করায় তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে। আর সাবেক পেসার নুয়ান জোয়েসারকেও দুই বছরের জন্য নিষিদ্ধ করে। সম্প্রতি জুয়াড়ির সঙ্গে যোগাযোগ গোপনের অপরাধে পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটসম্যান উমর আকমলতে তিন বছরে জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লালা-ঘাম ছাড়াও রিভার্স সুইং সম্ভব : শামি

লালা-ঘাম ছাড়াও রিভার্স সুইং সম্ভব : শামি

ক্রিকেট ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

ক্রিকেট ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

ইংল্যান্ড যাচ্ছে না ব্রাভো-পল, স্কোয়াডে নতুন দুই

ইংল্যান্ড যাচ্ছে না ব্রাভো-পল, স্কোয়াডে নতুন দুই

অনুশীলনে ফিরতে চেয়েও শঙ্কায় পাকিস্তান

অনুশীলনে ফিরতে চেয়েও শঙ্কায় পাকিস্তান