২২১, ১০৯ এবং ৯৩! আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের স্কোর। সর্বশেষ ম্যাচে ৯৩ রানে গুটিয়ে আফগানদের বিপক্ষে সর্বনিম্ন সংগ্রহের লজ্জাজনক রেকর্ড গড়লো মেহেদী হাসান মিরাজের দল। একই সাথে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ হারের পর মঙ্গলবার (১৪ অক্টোবর) তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য হোয়াাইটওয়াশ এড়ানোর। তবে হোয়াইটওয়াশ তো এড়াতে পারলোই না, উল্টো আফগানিস্তানের বিপক্ষে শতরানে নীচে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়লো টাইগাররা।
ব্যাট হাতে ওপেনার সাইফ হাসান ছাড়া ব্যাটার দুই অংকের ঘরে প্রবেশ করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আরেক ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে ৭ রান, সেটিও আবার ২৪ বলে!
আফগানিস্তানের বিপক্ষে ৯৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের এটি সর্বনিম্ন সংগ্রহের তালিকায় ১৬তম এবং ৯৩ রানে গুটিয়ে যাওয়ায় তৃতীয়। এর আগে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৩ রান করেছিল বাংলাদেশ। তবে ম্যাচ দুটিতে যথাক্রমে ৩৩.৩ এবং ৩৭.৫ ওভার ব্যাট করেছিল।
এবার সেই রেকর্ডও ভেঙেছে টাইগাররা। আফগানিস্তানের বোলিংয়ে সামনে ২৭.১ ওভারেই গুটিয়ে গেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৩ রান করেছিল আফগানিস্তান। বাংলাদেশকে ৯৩ রানে অলআউটের লজ্জা দিয়ে ২০০ রানের ব্যবধানে জয় পেয়েছে রশিদ-নবীরা।
ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটা রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে ১৪২ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এছাড়া এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন রানের রেকর্ড অবশ্য ৫৮ রানের। ২০১১ এবং ২০১৪ সালে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে মিরপুরে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।
