দলের লজ্জা, তবে ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১
দলের লজ্জা, তবে ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি

ফাইল ফটো

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে এখন পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ‌‘খর্বশক্তি’র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও পেয়েছে মমিনুল হকরা। তবে দল হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগত উন্নতি হয়েছে বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) টেস্ট র‌্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। নতুন এ টেস্ট র‌্যাংকিংয়ের বাংলাদেশের তিন খেলোয়াড় তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলামের ব্যাপক উন্নতি হয়েছে।

দেশের মাটিতে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ৪ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৩ রান করেছেন তামিম ইকবাল। যার ফলে ব্যাটসম্যান তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৩২তম স্থানে ওঠে এসেছেন তিনি।

সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন দাস। ৪ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২শ রান করেন তিনি। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানের তালিকায় ১১ ধাপ উপরে উঠে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন।

এছাড়া বল হাতে সিরিজে বাংলাদেশের সেরা বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩১৯ রান খরচায় ১২ উইকেট নিয়েছেন তিনি। বল হাতে এমন পারফর্মেন্সেরও পুরস্কার পেয়েছেন তিনি। বোলিং র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ২২তম স্থানে ওঠে এসেছেন তাইজুল।

বাংলাদেশের বিপক্ষে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল। যার ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ ৫০-এ প্রবেশ করেছেন তিনি। ১৬ ধাপ এগিয়ে কর্নওয়ালের অবস্থান এখন ৪৯তম।

এদিকে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরেছে স্বাগতিক ভারত। ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা এবং রবীন্দ্রন অশ্বিন। যার ফলে র‌্যাংকিংয়ে তাদেরও উন্নতি হয়েছে।

প্রথম ইনিংসে ১৬১ রান করা রোহিত ৯ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে গেছে। আর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করে ১৪ ধাপ এগিয়ে ৮১তম স্থানে উঠে গেছেন অশ্বিন।

মুশফিকুর রহিম এক ধাপ নীচে নেমে ২৩তম এবং অধিনায়ক মমিনুল হকও তিন ধাপ নীচে নেমে ৩৬ নম্বরে অবস্থান করছেন। এছাড়া ইনজুরির কারণে খেলতে না পারা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও অবনতি হয়েছে। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে একধাপ নীচে মেনে এখন চার নম্বরে রয়েছেন সাকিব।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট নেতৃত্বে মমিনুলই উপযুক্ত : তামিম

টেস্ট নেতৃত্বে মমিনুলই উপযুক্ত : তামিম

সর্বোচ্চ রানে মায়ার্স, শীর্ষ পাঁচে বাংলাদেশের তিনজন

সর্বোচ্চ রানে মায়ার্স, শীর্ষ পাঁচে বাংলাদেশের তিনজন

সাকিবের পর নাম লেখালেন তাইজুল

সাকিবের পর নাম লেখালেন তাইজুল

টেস্টকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসিস

টেস্টকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসিস