চান্দিমালের দুর্দান্ত সেঞ্চুরি, তৃতীয় দিন শেষে এগিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১০ জুলাই ২০২২
চান্দিমালের দুর্দান্ত সেঞ্চুরি, তৃতীয় দিন শেষে এগিয়ে শ্রীলঙ্কা

তৃতীয় দিনের শুরুতে আগের দিনের অপরাজিত শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের উইকেট তুলে নিয়ে দারুণ ব্রেকথ্রু পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে দিনের শুরুর হাসি সময়ের সাথে মিলিয়ে গেছে স্বাগতিক ব্যাটার দিনেশ চান্দিমালের ব্যাটে। এই ডানহাতি ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৬৭ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ম্যাচের চিত্র পুরো ভিন্ন! প্রথম টেস্টে বোলারদের দাপটে মাত্র তিন দিনেই হেরেছিল শ্রীলঙ্কা। অথচ দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত দুই দলের ব্যাটাররাই আধিপাত্য দেখাচ্ছেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩৬৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত চালকের আসনে স্বাগতিকরাই। প্রথম দিনের শেষ বেলায় সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

তৃতীয় দিনের শুরুতে অধিনায়ককে অনুসরণ করেন কুশল মেন্ডিস। আগের দিনের রানের সঙ্গে মাত্র এক রান যোগ করে ৮৫ রানে অজি স্পিনার নাথান লায়নের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সেঞ্চুরি মিস করেন তিনি। 

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

এর পরের গল্পটা অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের! নির্দিষ্ট করে বললে চান্দিমালের! প্রথমে ম্যাথিউসকে নিয়ে গড়েন ৮৩ রানের জুটি! ৫২ রান করে ম্যাথিউস ফিরে গেলে অভিষিক্ত অভিষিক্ত কামিন্দু মেন্ডিসকে নিয়ে আবার লড়াই শুরু করেন তিনি।

ষষ্ঠ উইকেট জুটিতে কামিন্দুকে নিয়ে ১৩৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে নিরাপদ স্থানে নিয়ে যান চান্দিমাল। এর মধ্যে নিজের ১৩তম টেস্ট সেঞ্চুরিও তুলে নেন তিনি।

sportsmail24

ব্যক্তিগত ৬১ রানে কামিন্দু মেন্ডিস ফেরার পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার নিরোশান দিকওয়েলা। মাত্র পাঁচ রান করে ফিরে যান তিনি।

দিনের বাকি সময়টুকু রমেশ মেন্ডিসকে নিয়ে নির্বিঘ্নে পার করেন চান্দিমাল। তৃতীয় দিন শেষে ১১৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। অপরপ্রান্তে সাত রানে অপরাজিত আছেন রমেশ মেন্ডিস। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে ৬৭ রানে।

প্রথম ম্যাচে হেরে যাওয়ার সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। ম্যাচ ড্র হলেই সিরিজের ট্রফি যাবে অস্ট্রেলিয়ার কাছে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মাঠের অনুশীলনে ফিরেছে পাকিস্তান

শ্রীলঙ্কায় মাঠের অনুশীলনে ফিরেছে পাকিস্তান

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিকে বিদায় বলবেন ফিঞ্চ

কোহলি পারফর্ম না করলে বাদ দেওয়া হোক: কপিল দেব

কোহলি পারফর্ম না করলে বাদ দেওয়া হোক: কপিল দেব

এজবাস্টন টেস্টে বর্ণবাদী আচরণের দায়ে একজন আটক

এজবাস্টন টেস্টে বর্ণবাদী আচরণের দায়ে একজন আটক