লেভানডোভস্কিকে লিভারপুলে দেখতে চান পোল্যান্ড কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩১ মে ২০২২
লেভানডোভস্কিকে লিভারপুলে দেখতে চান পোল্যান্ড কোচ

রবার্ট লেভানডোভস্কিকে নিয়ে এখনো টানাটানি চলছে দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মধ্যে। ফুটবল পাড়া যখন দুই ক্লাবের আলোচনার দিকে কান পেতে আছে, তখনি নতুন চমক নিয়ে হাজির হলেন পোল্যান্ড জাতীয় দলের কোচ চেসলা মিচনিউইচ। লেভানডোভস্কিকে লিভারপুলে দেখতে চান তিনি।

লেভানডোভস্কির সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে বায়ার্নের। তবে অত সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন পোল্যান্ড তারকা। তার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লেভানডোভস্কিও বার্সেলোনায় যেতে উন্মুখ হয়ে আছেন। তবে বাধ সাধছে বায়ার্ন কর্তৃপক্ষ।

বার্সেলোনা ও বায়ার্নের মধ্যে যখন আলোচনা চলছে, তখনই শিষ্যকে নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেন পোলিশ কোচ। তার চাওয়া লেভানডোভস্কি যেন ইংলিশ ক্লাব লিভারপুলে যায়। কারণ চেসলা মিচনিউইচ নিজেও লিভারপুলের একজন একনিষ্ঠ ভক্ত।

জাতীয় দলের খেলার আগে লেভানডোভস্কিকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে মিচনিউইচ বলেন, ‘যেহেতু আমি লিভারপুলের সমর্ত্থক। তাই আমি লেভানডোভস্কিকে লিভারপুলে দেখতে চাই।’

২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন লেভানডোভস্কি। সময়ের সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন তিনি। জার্মান ক্লাবটিকে একাধিক বুন্দেসলিগা শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছেন পোলিশ তারকা।

অর্ধযুগেরও বেশি সময় বায়ার্নে কাটানোর পর আর মন টিকছে না তার। সম্প্রতি ৩৩ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, ২০২৩ সালের পরে তিনি চুক্তির মেয়াদ বাড়াবেন না। চলতি বছরেই জার্মান শিবির ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। তবে এখনো তার ইচ্ছা পূরণ হয়নি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুল ক্যারিয়ারে সাদিও মানের যত অর্জন

লিভারপুল ক্যারিয়ারে সাদিও মানের যত অর্জন

বার্সেলোনার হয়ে সারাজীবন খেলতে চাই: ফাতি

বার্সেলোনার হয়ে সারাজীবন খেলতে চাই: ফাতি

কর্তোয়ার ফলক সরিয়ে অ্যাথলেটিকো ভক্তদের প্রতিবাদ

কর্তোয়ার ফলক সরিয়ে অ্যাথলেটিকো ভক্তদের প্রতিবাদ

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ২৩ ফাইনালের নায়করা

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ২৩ ফাইনালের নায়করা