সাফল্য পেতে কোচ এরিক টেনকে সময় দেওয়ার পক্ষে রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ০৪ জুন ২০২২
সাফল্য পেতে কোচ এরিক টেনকে সময় দেওয়ার পক্ষে রোনালদো

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কিছুতেই শেষ হচ্ছে না। একাধিক কোচ পরিবর্তন করেও কোনো ফল আসেনি। ডাচ ক্লাব আয়্যাক্সের সাবেক কোচ এরিক টেন হাগকে নতুন কোচের দায়িত্ব দিয়েছে ইউনাইটেড। রেড ডেভিল সমর্থকরা আশা করছেন এরিকের অধীনেই পুরোনো সময় ফিরে পাবেন তারা। তবে ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, সাফল্য পেতে নতুন কোচকে সময় দেওয়া প্রয়োজন।

অ্যালেক্স ফার্গুসন কোচের চেয়ার থেকে অবসর নেওয়ার পর থেকে অধঃপতন শুরু হয়েছে ইউনাইটেডের। একের পর এক কোচ এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। কেউই ইউনাইটডের পুরোনো সময় ফিরিয়ে আনতে পারেননি। পাঁচ বছর ধরে শিরোপা খরায় ভুগছে ক্লাবটি। সর্বশেষ ২০১৭ সালে হোসে মরিনহোর অধীনে ইউরোপা লিগের শিরোপা জিতেছিল রেড ডেভিলরা।

সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগ তো দূর আকাশের চাঁদ, এমনকি ইউরোপা লিগের নতুন মৌসুমেও ইউনাইটেডের অংশ নেওয়া নিয়ে শঙ্কা ছিল। যদিও ভাগ্যের সহায়তায় ইউরোপা লিগে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির।

নতুন কোচ হিসেবে এরিক টেন হাগ আশায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ইউনাইটেড সমর্থকরা। ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এরিক টেন হাগকে সময় দিতে বলছেন।

টেন হাগের ব্যাপারে ম্যানইউকে সতর্ক করলেন রোনালদো

রোনালদো বলেন, "আমি জানি সে আয়্যাক্সের হয়ে দুর্দান্ত কাজ করেছে এবং সে একজন অভিজ্ঞ কোচ। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে (সাফল্য পেতে)। তার ইচ্ছামতো পরিবর্তন আনতে হবে।”

নতুন কোচকে নিয়ে খেলোয়াড় এবং সমর্থকরা উচ্ছ্বসিত বলে জানান রোনালদো। এরিককে শুভকামনাও জানিয়েছেন তিনি। বলেন, “আমরা সবাই খুশি ও উচ্ছ্বসিত (নতুন কোচকে নিয়ে)। আমি তাকে (এরিক টেন হাগ) শুভকামনা জানাই। চলুন বিশ্বাস করতে শুরু করি যে পরের বছর থেকে আমরা শিরোপা জেতা শুরু করছি।”

বিশ্বসেরা হওয়ার শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক যুগ পর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে সেই ওল্ড ট্রাফোর্ডে ফিরে এসেছেন তিনি।ইউনাইটেডের হয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম মৌসুম বেশ ভালোই কেটেছে রোনালদোর। ৩০ ম্যাচ খেলে ১৮টি গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

গার্দিওয়ালা ও ক্লপের সময়ের শেষ হতে চলছে: এরিক টেন হাগ

গার্দিওয়ালা ও ক্লপের সময়ের শেষ হতে চলছে: এরিক টেন হাগ

হেরেও ইউরোপা লিগ নিশ্চিত করলো ম্যানচেস্টার ইউনাইটেড

হেরেও ইউরোপা লিগ নিশ্চিত করলো ম্যানচেস্টার ইউনাইটেড

রোনালদোকে দলে চান ইউনাইটেডের নতুন কোচ টেন হাগ

রোনালদোকে দলে চান ইউনাইটেডের নতুন কোচ টেন হাগ

আন্দ্রে সিলভা যেটা পারে, সেটা রোনালদো পারতো না: পর্তুগাল কোচ

আন্দ্রে সিলভা যেটা পারে, সেটা রোনালদো পারতো না: পর্তুগাল কোচ