‘বেনজেমার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে বার্সেলোনায় যেতে চায় লেভানডোভস্কি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৮ জুন ২০২২
‘বেনজেমার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে বার্সেলোনায় যেতে চায় লেভানডোভস্কি’

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার। কিন্তু বার্সেলোনায় যাওয়ার কেনো উঠে পড়ে লেগেছেন তিনি! অনেকেই হয়তো অনেক বিষয় বিবেচনায় আনবেন। তবে লেভানডোভস্কির সাবেক মুখপাত্র সেজারি কুচারস্কি বলছেন, করিম বেনজেমার চেয়ে নিজেকে সেরা স্ট্রাইকার প্রমাণ করতেই বার্সেলোনায় যেতে চান তিনি।

গত কয়েক মাসে বেশ কয়েকবারই বায়ার্নে তার অসন্তষ্টির ইঙ্গিত দিয়েছেন। এমনকি তার ক্লাবের প্রতি তার আবেগও শেষ হয়ে গেছে বলেও জানান। ক্লাবকে সরাসরি বলে দিয়েছেন বায়ার্নের জার্সি আর মাঠে নামতে চান না।

শেষ কয়েক বছরে বেশ কয়েকবার ব্যালন ডি’অর জেতার দৌড়ে ছিলেন লেভানডোভস্কি। কিন্তু শেষ পর্যন্ত জেতা হয়নি তার। গুঞ্জন রয়েছে পোলিশ স্ট্রাইকার মনে করছেন, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে গেলেই ব্যালন ডি’অর জেতার সঙ্গে সঙ্গে বিশ্বের সেরা স্ট্রাইকারের লড়াইয়েও বেনজামাকে হারাতে পারবেন।

লেভানডোভস্কির সাবেক মুখপাত্র সেজারি কুচারস্কি সম্প্রতি এসব বিষয়ে কথা বলেছেন। লেভানডোভস্কির বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে, "ও সবাইকে দেখিয়ে দিতে চায় সে বিশ্বের সেরা স্ট্রাইকার। করিম বেনজেমার চেয়েও ভালো। যে কারণে ও বার্সেলোনায় যেতে চায়।"

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

কুচারক্সি আরও জানান, বায়ার্ন ছাড়তে সম্ভাব্য সবকিছু করবে লেভানডোভস্কি। এমনকি ক্যারিয়ার কিভাবে শেষ করবেন সেটাও বলেছেন তিনি।

“বার্সা ও লেভানডফস্কি এই দলবদলটা হওয়ার জন্য দরকার হলে যুদ্ধ করবে। ও দরকার পড়লে বায়ার্নকে চাপ দেবে ওকে চুক্তিমুক্ত করার জন্য। বায়ার্নের কর্তাব্যক্তিরা জানতেন, ও স্পেনে যেতে চায়। ওর পরিকল্পনায় ছিল প্রথমে জার্মানি, পরে স্পেন, সবশেষে যুক্তরাষ্ট্রে খেলে ক্যারিয়ার শেষ করা” যোগ করেন তিনি।

২০২৩ সালে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লেভানডোভস্কির। কিন্তু চলতি বছরেই যেভাবে হোক বায়ার্ন ছাড়তে চান তিনি। বার্সেলোনাকে পরবর্তী ঠিকানা বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন লেভানডোভস্কি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে দলে জায়গা নিয়ে ডি মারিয়ার মনে সংশয়!

কাতার বিশ্বকাপে দলে জায়গা নিয়ে ডি মারিয়ার মনে সংশয়!

‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যের সহায়তা পেয়েছিল’

‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যের সহায়তা পেয়েছিল’

ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে সুয়ারেজ

ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে সুয়ারেজ

বেলের সৌজন্যে বেকহামের ইন্টার মিয়ামি পেল ৭৫ হাজার ডলার

বেলের সৌজন্যে বেকহামের ইন্টার মিয়ামি পেল ৭৫ হাজার ডলার