১০ মাস পর জয়ের দেখা পেল জামাল ভূঁইয়ারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২
১০ মাস পর জয়ের দেখা পেল জামাল ভূঁইয়ারা

নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের পর এবার জয়ের দেখা পেলো বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবর দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়া জাতীয় ফুটবল দলকে হারিয়ে ১০ মাসের জয়ের খরা কাটালো জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের পক্ষে জয় সূচক একমাত্র গোলটি করেছেন রাকিব হোসেন।

বাংলাদেশ ফুটবল দল সর্বশেষ ম্যাচ জিতেছিল গত বছরের নভেম্বরে। শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসা ট্রফিতে মালদ্বীপের বিপক্ষে পাওয়া ২-১ গোলের জয়ের আর কোনো ম্যাচে জয়ের উল্লাসে মাততে পারেননি জামাল ভূঁইয়ারা। যেখানে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়শীপ জয়ে করে পুরো দেশকে উল্লাসে মাতাচ্ছে।

তবে নারীদের শিরোপা জয়ের পর প্রথম মাঠে নেমেই জয়ের স্বাদ এনে দিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। গত ১০ মাসে বাংলাদেশ দল সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। তবে কোনোটাতেই জয়ের স্বাদ পাইনি তারা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের মতিন মিয়ার দারুণ পাস থেকে ডি-বক্সের সামনে বল পান রাকিব। বল নিয়ন্ত্রণে নিয়ে একটু ভেতর ঢুকে ডান পায়ের জোরাল শটে ২৩তম মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ২৩ বছর বয়সী বাংলাদেশি এ ফরোয়ার্ডের গোলেই জয় পায় বাংলাদেশ।

ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দীর্ঘ ৭টি আন্তর্জাতিক ম্যাচের পর জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয় দল।

এখন কম্বোডিয়ার পর ফিফা উইন্ডোর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রাঙ্গশালায় ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য এ ম্যাচকে সামনে রেখে দীর্ঘ ২ মাস ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছে নেপালের জাতীয় পুরুষ ফুটবল দল।

অবশ্য ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ম্যাচের পর আরও কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিবে নেপাল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

আমরা এখন পেশাদার: জিকো

আমরা এখন পেশাদার: জিকো

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত