মার্টিনেজকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে অ্যাস্টনভিলা কোচ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২
মার্টিনেজকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে অ্যাস্টনভিলা কোচ!

মেসির বিশ্বজয় স্বপ্ন পূরণের অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ। কোপা আমেরিকার পর বিশ্বকাপেও তার নৈপুন্যতায় মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। অথচও বিশ্বকাপ সেরা এই গোলকিপারকে বাদ দিতে চলেছে এমির ক্লাব অ্যাস্টন ভিলা।

কাতার বিশ্বকাপে মার্টিনেজের ব্যবহার ও অঙ্গভঙ্গি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। মরুর দেশে ডাচ কোচ ভ্যান গালকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন এমি। আর বিশ্বজয়ের পর সোনার গ্লাভস হাতে নিয়ে তার অশালীন অঙ্গভঙ্গি দেখে গোটা বিশ্ব। আবার সেলিব্রেশনের সময় পুতুলে এমবাপের মাস্ক পরানো, সবকিছু নিয়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন মার্টিনেজ।

ইউরোপের ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত খবরের বড় সংস্থা ‘ফিকাজেস’ এর তথ্য অনুযায়ী, বিশ্বসেরা এই গোলকিপারের এমন আচরণের জন্য তাকে ভিলাতে রাখতে চাননা কোচ এমেরি। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো চালু হলে মার্টিনেজকে ছেড়ে দিতে পারে ক্লাব।

এ বিষয়ে আস্টন ভিলা ম্যানেজার বলেন, 'এমির জন্য আমরা গর্বিত। জাতীয় দলের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছে। এটা দুর্ধর্ষ একটা ব্যাপার। পরের সপ্তাহে জাতীয় দল থেকে ফিরে যখন ক্লাবের সেট আপে যুক্ত হয়ে পড়বে, তখন সাথে সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে কথা বলবো'।

এদিকে কাতার বিশ্বকাপের ফাইনাল মঞ্চে মার্টিনেজ প্রাচীর দেখলো ফুটবল ভক্তরা। শুধুমাত্র ফাইনাল নয় গোটা বিশ্বকাপে ৭ ম্যাচে ৭টি দুর্দান্ত সেভ করেছেন ৩০ বছর বয়সী এই গোলকিপার। এমনকি পেনাল্টি বক্সের ভেতর থেকে ফিরিয়েছেন ৩টি শট। তার মুন্সিয়ানাতে জয় পেল আর্জেন্টিনা। তাইতো ম্যাচ শেষে লিও মেসি তাকে উদ্দেশ্য করে বলেন, “ধন্যবাদ আমাকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য”।

এরআগে ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে ২০২০ সালে অ্যাস্টন ভিলার শিবিরে যুক্ত হন মার্টিনেজ। ভিলার জার্সিতে মাঠে নেমেছেন ৯২ ম্যাচে তিনি। রক্ষণভেদে তার প্রাচীরের কদর অতীতে অনেক বার হলেও কোপা বিশ্বকাপের পর থেকেই সবার নজরে থাকেন এমি।

স্পোর্টসমেইল২৪/এমটিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অবিশ্বাস্য দাম উঠলো মেসির ‘বিতর্কিত’ সেই আলখাল্লার

অবিশ্বাস্য দাম উঠলো মেসির ‘বিতর্কিত’ সেই আলখাল্লার

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

বার্সেলোনা নয়, পিএসজিতে খেলবেন মেসি!

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে কিনতে সাড়ে ১১ হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ