ওমরাহ পালন করতে যাচ্ছেন ছয় সাত ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
ওমরাহ পালন করতে যাচ্ছেন ছয় সাত ক্রিকেটার

টানা তিন সিরিজ শেষ করে বিশ্রামে আছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে আর কোনো ব্যস্ততা নেই। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে কিছুদিন ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এ সুযোগ বিশ্বকাপ দলের পাঁচ সদস্যসহ সাত ক্রিকেটার পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিশ্বকাপের আগে ওমরাহ করতে যাবেন সাত ক্রিকেটার। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

ওমরাহ করতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং নুরুল হাসান সোহান। এছাড়াও যাচ্ছেন তাইজুল ইসলাম এবং জাকির হাসান।

কারা কারা ওমরাহ করতে যাচ্ছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটারদের সাথে যাচ্ছেন তাসকিনের বাবা আবদুর রশিদ।

ওমরাহ পালন করে দেশে ফিরে খুব বেশি সময় পরিবার পরিজনদের সাথে কাটাতে পারবেন না ক্রিকেটাররা। দেশে ফিরেই শুরু করতে হবে বিশ্বকাপ প্রস্তুতি।

চলতি বছরের ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্ব আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আর বিশ্বকাপ খেলতে টাইগাররা দেশ ছাড়বে ৩ অক্টোবর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভক্ত ও স্ত্রীর ইচ্ছাপূরণে ফিরতে চান নাসির

ভক্ত ও স্ত্রীর ইচ্ছাপূরণে ফিরতে চান নাসির

ছেলেদের খেলার অনুমতি দিলেও মেয়েদের ব্যাপারে চুপ তালেবান

ছেলেদের খেলার অনুমতি দিলেও মেয়েদের ব্যাপারে চুপ তালেবান

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিবিএল সিরামিকস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ডিবিএল সিরামিকস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব