যশোর ডিএফএ হ্যাটট্রিক সভাপতি হলেন আসাদুজ্জামান মিঠু

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০১৯
যশোর ডিএফএ হ্যাটট্রিক সভাপতি হলেন আসাদুজ্জামান মিঠু

নানা বিপত্তি ও আইনি জটিলতা শেষে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আসাদুজ্জামান মিঠু হ্যাটট্রিক সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হয়েছে মফিজুর রহমান ডাব্লু এবং অপর পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও সভাপতি প্রার্থী শামস-উল-বারী শিমুল ও কোষাধ্যক্ষ প্রার্থী শেখ শাহজাহান রনি দু’জন একটি করে ভোট পেয়েছেন।

২২ জুলাই এ নির্বাচনের নানা অনিয়ম হচ্ছে অভিযোগ করে হাইকোর্টে রিট করেন জয়নাল আবেদীন। রিটের বিপরীতে এক মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। পরে ২৫ জুলাই সুপ্রিম কোর্টে আপিল করলে শুনানি শেষে স্থগিতাদেশ খারিজ করেন। এর পেক্ষিতে পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলো।

রোববার প্রেস ক্লাব যশোরের দ্বিতীয়তলার অডিটোরিয়ামে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনার শফিউর রহমান মোহন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আসাদুজামান মিঠু ২২ ভোট এবং অপরপ্রার্থী শামস-উল-বারী শিমুল পান একটি ভোট পেয়েছেন।

সহ-সভাপতির দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল মান্নান ও মঈনুর জহুর মুকুল নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মফিজুর রহমান ডাব্লু পেয়েছেন ২২ ভোট এবং শেখ শাহজাহান রনি পেয়েছেন এক ভোট।

নির্বাহী সদস্য ৯টি পদের পদে তৌফিক জাহান, আব্দুর রশিদ মোল্লা, মেহেদী হাসান, ওহেদুজ্জামান, আশরাফুল ইসলাম, রওশন আরা রাশু, সাব্বির আহমেদ পলাশ, আলমগীর সিদ্দিকী ও রফিউজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

জামাল হোসেন, যশোর


শেয়ার করুন :


আরও পড়ুন

ঝিকরগাছায় কারাতের সনদ ও বেল্ট পেলেন ২৫ শিক্ষার্থী

ঝিকরগাছায় কারাতের সনদ ও বেল্ট পেলেন ২৫ শিক্ষার্থী

ক্রীড়া সামগ্রী উপহার পেলেন জাতীয় প্রতিবন্ধীর দলের দুই ক্রিকেটার

ক্রীড়া সামগ্রী উপহার পেলেন জাতীয় প্রতিবন্ধীর দলের দুই ক্রিকেটার

লুৎফর রহমানের চিকিৎসায় ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

লুৎফর রহমানের চিকিৎসায় ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মানের রূপ নিচ্ছে যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম

আন্তর্জাতিক মানের রূপ নিচ্ছে যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম