সাকিবদের তলানিতে নামিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০২১
সাকিবদের তলানিতে নামিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজরা

আইপিএলের চলমান আসরে জয় পেতেই যেন ভুলে গিয়েছিল বাংলাদেশি দুই তারকার ক্রিকেটারের দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। নিজেদের চার ম্যাচে মাত্র একটি করে জয় পেয়েছিল তারা। অবশেষে নিজেদের পঞ্চম ম্যাচে জয়ের দেখা পেল রাজস্থান। সাকিব আল হাসানের কলকাতাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান।

নিজেদের প্রথম তিন ম্যাচে টানা খেললেও চতুর্থ ম্যাচের ন্যায় পঞ্চম ম্যাচেও একাদশে ছিলেন না সাকিব আল হাসান। তবে এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে টানা খেলে যাচ্ছেন মোস্তাফিজ।

পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় তুলে রাজস্থান পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে গেলেও পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে নেমে গেছে কলকাতা।

শনিবার (২৪ এপ্রিল) দিনের একমাত্র ও আসরের ১৮তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১৩৩ রান সংগ্রহ করে কলকাতা রাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে তারা।
sportsmail24
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ বল বাকি রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় রাজস্তান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন ৪১ বলে ২ চার ও এক ছয়ে অপরাজিত ৪২ রান করেন।

এছাড়া যশস্বী জয়সওয়াল ১৭ বলে ২২, শিবম দুবে ১৮ বলে ২২ এবং শেষ দিকে ডেভিড মিলার ২৩ বলে অপরাজিত ২৪ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে কলকাতার কোন ব্যাটার বড় স্কোর করতে পারেননি। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৬ বলে ৩৬ রান করেন রাহুল ত্রিপাঠি।

এছাড়া ওপেনার নিতিশ রানা ২৫ বলে ২২, শুভমান গিল ১৯ বলে ১১, দিনেশ কার্তিক ২৪ বলে ২৫ রান করেন। অধিনায়ক ইয়ান মরগার কোন বল না খেলেই রান আউটে কাটা পড়ে খালি হাতেই সাজঘরে ফিরেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে আর নেই আর্চার, বিপাকে রাজস্থান

আইপিএলে আর নেই আর্চার, বিপাকে রাজস্থান

রোহিতদের হেসে-খেলে হারালো গেইল-রাহুল

রোহিতদের হেসে-খেলে হারালো গেইল-রাহুল

পাডিকাল-কোহলির ঝড়ে উড়ে গেল মোস্তাফিজদের রাজস্থান

পাডিকাল-কোহলির ঝড়ে উড়ে গেল মোস্তাফিজদের রাজস্থান

হ্যাটট্রিক হারের ম্যাচে মরগানকে বড় অংকের জরিমানা

হ্যাটট্রিক হারের ম্যাচে মরগানকে বড় অংকের জরিমানা