পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২০ মার্চ ২০২২
পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

কয়েকদিন আগেও শ্রেয়াস আইযার বলেছিলেন জাতীয় দলের হয়ে যেকোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি। তার কাছে দলের প্রয়োজনটাই সবার আগে। এবার জানালেন, আইপিএলে দলের অধিনায়ক হলেও দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত তিনি।

আইয়ারের পছন্দের পজিশন ‘তিন’। এই জায়গায় ব্যাট করতে ভালো লাগে তার। কারণ অনেক সময় ধরে ব্যাট করা যায়। তবে আসন্ন আইপিএলে দলের অবস্থা বুঝে ব্যাট করবেন। কলকাতার পক্ষে প্রথম ভার্চুয়াল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগতভাবে, আমি মনে করি তিন নাম্বার আমার ব্যাটিং পজিশন কারণ এখানে আমি ব্যাট করতে পছন্দ করি। অনেক দিন ধরে এখানে ব্যাটিং করে আসছি। তবে দল যা চায় তাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই আসুক, আমি ধংসযজ্ঞ চালাতে প্রস্তুত।’

‘আপনি সবসময় নিজেকে একজন আস্থাভাজন হিসাবে দেখতে পারেন না। একটি নির্দিষ্ট দিনে আমি একজন পাওয়ার হিটার হতে পারি। আবার কেউ একজন অ্যাঙ্করিংয়ের ভূমিকা পালন করলো। পরিস্থিতির উপর ভিত্তি করে অনেককিছুই পরিবর্তিত হতে পারে’ - আইয়ার যোগ করেন।

আইয়ার আরও বলেন, ‘দিনটা যদি আপনার হয়, তবে প্রয়োজনের সময় আপনাকে যেতে হবে এবং ম্যাচ জিতিয়ে আসতে হবে। মূলত, দায়িত্ববোধটা দলের সকল খেলোয়াড়কেই নিতে হবে। আর মাঠে গিয়ে অন্য খেলোয়াড়দের উপর নির্ভর না করে নিজের জায়গা থেকে ম্যাচ জিততে হবে।’

আইপিএলে আইয়ারের অভিষেক হয় ২০১৫ সালে। এরপর থেকে টানা সাত বছর দিল্লী ক্যাপিটালসে খেলছেন এই তরুণ। এবারের আসরে ১২.২৫ কোটি রূপিতে তাকে কিনে নেয় কলকাতা। আক্রমণাত্মক দিক দিয়ে আইয়ারের ব্যাটিং স্টাইল দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাথে মিলে যায়।

আইপিএলের এবারের আসরের শুরুতেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ২৬ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

পাঞ্জাবের পাওয়ার-হিটিং কোচ হলেন জুলিয়ান উড

পাঞ্জাবের পাওয়ার-হিটিং কোচ হলেন জুলিয়ান উড

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস

ধোনির সাথে নিজের অধিনায়কত্বে মিল খুঁজে পান ডু প্লেসিস