পাকিস্তানে ক্রিকেট ম্যাচে সন্ত্রাসী হামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ এএম, ০৮ আগস্ট ২০২০
পাকিস্তানে ক্রিকেট ম্যাচে সন্ত্রাসী হামলা

ফাইল ফটো

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি একদিন আগেই জানিয়েছিলেন, ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ পাকিস্তান। তার সেই কথার রেশ কাটতে না কাটতেই দেশটিতে ক্রিকেট ম্যাচ চলাকালিন হামলা চালিয়ে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদাই মামাজাই এলাকার আমান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হঠাৎই এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। আঞ্চলিক ম্যাচ হলেও ম্যাচটি দেখতে ভিড় করেছিলেন অনেক দর্শক। শুধু সাধারণ দর্শকই নন, উপস্থিত ছিলেন সংবাদকর্মী ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিও।

আন্তর্জাতিক কিংবা বড় কোন টুর্নামেন্ট না হলেও ক্রিকেট ম্যাচে সন্ত্রাসী হামলা ভালো কিছুর ইঙ্গিত দেয় না। কারণ ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল পাকিস্তানে। পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ফেরানোর চেষ্টা করা হলেও এখনও পুরোদমে ফিরেনি। তবে আবারও এমন হামলা আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কতটা নেগেটিভ প্রভাব ফেলবে সেটা সময়ই বলে দিবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, ম্যাচ শুরুর কিছু সময় পরই মাঠের পাশের উঁচু পাহাড় থেকে সন্ত্রাসীরা এলোপাতারি গুলি চালাতে থাকে। পরে সবাই নিজের জীবন রক্ষার্থে এদিক-ওদিক ছোটাছুটি করে। এমন অবস্থার পর তখনই ম্যাচ বাতিল করা হয়ে। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গিলক্রিস্টের চোখে ধোনিই সেরা

গিলক্রিস্টের চোখে ধোনিই সেরা

আইপিএল নিয়ে আক্ষেপ নেই স্টার্কের

আইপিএল নিয়ে আক্ষেপ নেই স্টার্কের

বৃষ্টি বিঘ্নিত দিনে বাবরের ব্যাটে দৃঢ়তা

বৃষ্টি বিঘ্নিত দিনে বাবরের ব্যাটে দৃঢ়তা

কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের আপত্তি

কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের আপত্তি