ছিটকে গেলেন সাইফউদ্দিন, তিন ম্যাচ না খেলার শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ এএম, ২৪ নভেম্বর ২০২০
ছিটকে গেলেন সাইফউদ্দিন, তিন ম্যাচ না খেলার শঙ্কা

ফাইল ফটো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগেই ধাক্কা খেল মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে ইনজুরিতে পড়েছেন প্লেয়ার ড্রাফটের প্রথম পছন্দের খেলোয়াড় মোহাম্মদ সাইফউদ্দিন। গোড়ালির ইনজুরির কারণে অন্তত এক সপ্তাহর তার মাঠে ফেরা হচ্ছে না।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটে করোনার কারণে সুযোগ পেয়েও মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভেড়ায়ানি মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ডাকেই মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেয় তারা। ফলে তাদের দলে কোন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় নেই। তারকা খেলোয়াড় হিসেবে রয়েছেন মোহম্মদ আশরাফুল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ফলে এখন এটা নিশ্চিত যে নিজেদের প্রথম ম্যাচে সাইফউদ্দিনকে একাদশে পাচ্ছে না রাজশাহী। সে ক্ষেত্রে বেশ ভালোভাবেই ভুগতে হবে রাজশাহীকে।

সোমবার (২৩ নভেম্বর) মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারোয়ার ইমরান সংবাদ মাধ্যমে বলেন, ‘সাইফউদ্দিনের গোড়ালির সর্বশেষ ও প্রকৃত অবস্থা কী- তা সবচেয়ে ভালো বলতে পারবেন ফিজিও। তিনি সর্বশেষ অবস্থা জানাবেন। হয়তো আজ রাতেই জানা যাবে সাইফউদ্দিনের সত্যিকার অবস্থা কী।’

তবে সাইফউদ্দিনের দ্রুতই যে মাঠে ফেরা হচ্ছে না সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, গোড়ালি হচ্ছে একটা ভাইটাল জায়গা। শরীরের পুরো ওজন পড়ে সেখানে। ফলে এ ইনজুরি খুব সহসাই ভালো হওয়ার সম্ভাবনা কম। আমার জানা মতে সাইফউদ্দিনের পক্ষে অন্তত এক সপ্তাহেরর আগে মাঠে ফেরা খুব কঠিন।

এ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উদ্বোধনী ম্যাচসহ অন্তত তিনটি ম্যাচ মিস করবেন সাইফউদ্দিন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী ম্যাচের পর ২৬ ও ২৮ নভেম্বর (বৃহস্পতি ও শনিবার) মিনিস্টার গ্রুপ রাজশাহী খেলা রয়েছে।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ঈমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

একমাত্র করোনা চট্টগ্রাম শিবিরে, বাকি সবাই উত্তীর্ণ

একমাত্র করোনা চট্টগ্রাম শিবিরে, বাকি সবাই উত্তীর্ণ

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব