অ্যাকশন শুধরে সফল নারিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১
অ্যাকশন শুধরে সফল নারিন

বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার আগে ব্যাটারদের কাছে রীতিমতো রহস্যজনক স্পিনার ছিলেন সুনীল নারিন। বারবার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর বোলিং অ্যাকশন বদলাতে বাধ্য হয়েছেন তিনি। নতুন অ্যাকশনে বোলিংয়ের ধার কমলেও, আবারও কার্যকর হয়ে উঠছেন তিনি।

সময়ের সাথে সাথে নতুন অ্যাকশনের সাথে মানিয়ে নিয়েছে সুনীল নারিন। যার প্রমাণ মিলেছে তার সাম্প্রতিক পারফর্মেন্সে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বশেষ আসরে ১০ ম্যাচে ওভারপ্রতি ৪.৩৭ রান খরচ করে ১২ উইকেট শিকার করেছেন। দ্য হানড্রেডেও দুর্দান্ত ছিলেন তিনি।

দ্য হানড্রেড, সিপিএলের ধার বয়ে নিয়ে এসেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আইপিএলের দ্বিতীয় পর্বে ৮ ওভার বোলিং করে ৪০ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। এমন বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরষ্কারও নিজের করে নিয়েছেন তিনি।

সেখানেই নিজের বোলিং অ্যাকশন নিয়ে কথা বলেন সুনীল নারিন। বলেন, ‘দ্য হানড্রেড এবং সিপিএলে প্রচুর ক্রিকেট খেলেছি। এখন বেশ ভালো করতেছি। নতুন অ্যাকশনের সাথে মানিয়ে নিতে বেশ সময় লেগেছে। আমি এর জন্য অনেক কাজ করেছি। আমি আমার এ পারফর্মেন্স ধরে রাখতে চাই।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন সুনীল নারিন। এ বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো জায়গায় রোহিতকে আউট করা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করবো ভালো পারফর্মেন্স করে ধারাবাহিকতা ধরে রাখতে, যা আমার দলের জয়ে অবদান রাখবে।’

আইপিএলের আগের অনেকগুলো আসরে ওপেনিংয়ে দেখা গেলেও এবার লোয়ার অর্ডারেই ব্যাট করছেন সুনীল নারিন। এ বিষয়ে নারিন বলেন, ‘পিচ আগের থেকে অনেক বেশি ফ্ল্যাট। এখানে গতি নেই। আমার মনে হয়, ব্যাটিং সবসময়ের দলের চাহিদা অনুযায়ী হয়ে থাকে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার অধিনায়ক মরগ্যানকে ২৮ লাখ টাকা জরিমানা

কলকাতার অধিনায়ক মরগ্যানকে ২৮ লাখ টাকা জরিমানা

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ

যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা