জিম্বাবুয়ে মেয়েদের গুড়িয়ে দিল টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩১ এএম, ১১ নভেম্বর ২০২১
জিম্বাবুয়ে মেয়েদের গুড়িয়ে দিল টাইগ্রেসরা

প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে জিম্বাবুয়ে নারী দলকে একরকম গুড়িয়েই দিয়েছে টাইগ্রেসরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ নারী দল।

বুধবার (১০ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ নারী দল। শুরু থেকেই বল হাতে জিম্বাবুয়ের বোলারদের উপর বেশ প্রভাব বিস্তার করে খেলা শুরু করে টাইগ্রেসরা।

ম্যাচের তৃতীয় ওভারেই দলকে প্রথম সাফল্য এনে দেন পেসার জাহানারা আলম। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে নারী দল। জিম্বাবুয়ের একমাত্র ব্যাটার হিসেবে প্রেসিয়াস মারাঙ্গে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন। ১৭ বলে ৩০ রান করেন প্রেসিয়াস মারাঙ্গে। তার ব্যাটে ভর করেই ৪৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে সালমা খাতুন চার উইকেট শিকার করেন। এছাড়াও তিনটি উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তবে এ রান তুলতে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারে ওপেনার মুর্শিদা খাতুন ৮ বলে ৭ রান করে ফিরে যান। এছাড়াও আরেক ওপেনার শারমিন আক্তার ১৬ বলে ৮ রান করে ফেরেন।

২১ রানে দুই উইকেট হারিয়ে বসলেও বাংলাদেশের জয় পেতে কোনো সমস্যা হয়নি। দুই ব্যাটার ফারজানা হক এবং রুমানা আক্তার দলকে আর কোনো বিপদে না ফেলে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাদের দুইজনের ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ নারী দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়ার সুযোগ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়ার সুযোগ

বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা

বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নিগার সুলতানা

নারী ক্রিকেটারদের বেতন-ফি বাড়ালো বিসিবি

নারী ক্রিকেটারদের বেতন-ফি বাড়ালো বিসিবি

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত