ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিতে ‘আগ্রহী’ ল্যাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৯ মার্চ ২০২২
ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিতে ‘আগ্রহী’ ল্যাঙ্গার

ঘরের মাঠে সফল এক অ্যাশেজ সিরিজ শেষে বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় অস্ট্রেলিয়া দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন জ্যাস্টিন ল্যাঙ্গার। এরপর থেকেই গুঞ্জন ছিল হয়তো ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সেই পথেই হাটছেন ল্যাঙ্গার।

ইংলিশ বিভিন্ন গণমাধ্যমের খবর, কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অব ক্রিকেটের নতুন নাম ঘোষণা করা হবে। এরপরেই হেড কোচ হিসেবে ল্যাঙ্গারকে দায়িত্ব দিতে চায়। এমনকি এ বিষয়ে তার সাথে আলোচনাও বেশ অনেকদূর এগিয়েছে।

কোচ হিসেবে বেশ হাই প্রোফাইল জ্যাস্টিন ল্যাঙ্গার। ২০১৮ সালে বল টেম্পারিং কান্ডের পর ড্যারেন লেহম্যানের স্থলাভিষিক্ত হন তিনি। সেই ভঙ্গ দলকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে দলকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তার অধীনেই বেশ দাপটের সাথে অ্যাশেজে ইংলিশদের হারিয়েছে।

এদিকে অ্যাশেজ হারের পরই ছাটাই হন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। তার অধীনে মোটেও ভালো সময় কাটায়নি ইংলিশরা। টেস্ট ক্রিকেটে নিয়মিতই ভুগেছে।

অ্যাশেজ সাফল্যের পরও জ্যাস্টিন ল্যাঙ্গারের সাথে চুক্তির মেয়াদ মাত্র ছয় মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এছাড়াও গুঞ্জন উঠেছিল দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে তার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। সব মিলিয়ে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছেড়েছেন এই কোচ।

ক্রিস সিলভারউডের ছাটাইয়ের পর ইংল্যান্ড দলের অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পল কলিংউড। ক্রিস সিলভারউডের স্থলাভিষিক্ত হওয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি। হয়তো শেষ পর্যন্ত কলিংউডকে টপকে হেড কোচের দায়িত্ব নিবেন ল্যাঙ্গার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবি এবং পাকিস্তানি ভক্তদের অতিথেয়তায় মুগ্ধ প্যাট কামিন্স

পিসিবি এবং পাকিস্তানি ভক্তদের অতিথেয়তায় মুগ্ধ প্যাট কামিন্স

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং

আপন গতিতে নারীদের ‘সেরা সেঞ্চুরিয়ান’ মেগ ল্যানিং

ব্যাগি ক্যামে ‘নষ্ট’ স্টিভ স্মিথের মনোযোগ

ব্যাগি ক্যামে ‘নষ্ট’ স্টিভ স্মিথের মনোযোগ

ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট