শীর্ষে ভারত, রেটিং হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৪ মে ২০২১
শীর্ষে ভারত, রেটিং হারিয়েছে বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বার্ষিক টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলেও কমেছে রেটিং।

আইসিসির বার্ষিক টেস্ট র‍্যাঙ্কিং হালনাগাদে বিবেচনায় নেওয়া হয়নি ২০১৭-১৮ সালে দলগুলোর প্যারফর্মেন্স। বৃহস্পতিবার (১৩ মে) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে।

র‍্যাঙ্কিংয়ে এক রেটিং বেড়ে ১২১ নিয়ে শীর্ষে আছে ভারত। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ড ১২০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশ আগের মতোই টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকলেও ৫ রেটিং কমে দাঁড়িয়েছে ৪৬-এ।

এদিকে, দক্ষিণ আফ্রিকার তাদের ইতিহাসে সর্বনিন্ম র‍্যাঙ্কিং ৭ নম্বরে অবস্থান করছে। আর শ্রীলঙ্কা অবস্থান করছে ৮ নম্বরে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে সর্বনিন্ম স্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট বেড়েছে ৮।

টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও র‍্যাঙ্কিংয়ে আসার জন্য পর্যাপ্ত ম্যাচ খেলেনি। তাই তারা র‍্যাঙ্কিংয়ের জন্য বিবেচ্য হয়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

মানসিক চাপ নিতে পারেননি আমির

মানসিক চাপ নিতে পারেননি আমির