দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছি: মোসাদ্দেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০২ আগস্ট ২০২২
দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছি: মোসাদ্দেক

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৬০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দ্রুতই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের বোলিংয়ের শুরুটা ছিল দারুণ। বোলিংয়ে ১৫তম ওভারে নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান তুলে জিম্বাবুয়েকে কক্ষপথে ফেরান রায়ান বার্ল। নাসুমের ওই ওভার ও ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানোই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে মনে করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

মঙ্গলবার (২ আগস্ট) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকে বাংলাদেশি স্পিনারদের স্পিন বিষে নীল হয়ে পড়া জিম্বাবুয়েকে টেনে তোলেন রায়ান বার্ল।

ইনিংসের ১৫তম ওভারে নাসুমের এক ওভার থেকে ৫ ছক্কা ও এক চারে ৩৪ রান তোলেন তিনি। এতেই জিম্বাবুয়ে পায় ১৫৬ রানের সম্মানজনক স্কোর।

এই বিষয়ে ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন, “প্রথম ১৪ ওভার আমরা খেলায় ছিল। ওই এক ওভারই আমাদের খেলার গতিপথ পরিবর্তন করেছে।”

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬০ রানে চার উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ আফিফ-মাহেদির ব্যাটে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত তা আর হয়নি। উল্টো ১০ রানের হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়।

অধিনায়ক মোসাদ্দেকের মতে দ্রুতই চার উইকেট হারিয়ে ফেলাটা দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে মনে করেন। তিনি বলেন, “টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারালে লক্ষ্য তাড়া করা কঠিন হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।”

স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর মোসাদ্দেক অবশ্য ওয়ানডে দিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “সবাই জানে ওয়ানডেতে আমরা শক্তিশালী দল। সেখানে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির পরীক্ষা-নিরীক্ষা, জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা

বিসিবির পরীক্ষা-নিরীক্ষা, জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নাসুমের

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নাসুমের

৭৬তম টাইগার টি-টোয়েন্টি ক্রিকেটার পারভেজ ইমন

৭৬তম টাইগার টি-টোয়েন্টি ক্রিকেটার পারভেজ ইমন

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড