বিষয়

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৯ এপ্রিল ২০২১
বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

২০২২ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কাতার। তবে তার আগে আরব কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাতার। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে শীতে এ টুর্নান্টের আয়োজন করবে মধ্যপ্রাচ্যের ধনী এ দেশটি।

কাতারের রাজধানী দোহার একটি অপেরা হাউজে এক অনুষ্ঠানে ভারইরাস প্রতিরোধী ব্যবস্থাপনার মধ্যেই জড়ো হয়েছিলেন আঞ্চলিক ফুটবল কিংবদন্তী ও কর্মকর্তারা। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আরব কাপকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটি হবে দুর্দান্ত একটি ইভেন্ট। প্রথম ফিফা আরব কাপ। যেটি আরব বিশ্বকে একত্রিত করার একটি ইভেন্ট হিসেবে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার টুর্নামেন্ট। সব কিছুই প্রায় প্রস্তুত।’

আরবের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৩টি দল। ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য নির্মিত আট স্টেডিয়ামের মধ্যে ছয়টিতে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

২০২২ বিশ্বকাপ আয়োজনের প্রধান নির্বাহী নাসের আল খাতের বলেছেন, ‘২০২২ বিশ্বকাপের আগে এ টুর্নামেন্ট হচ্ছে আসল পরীক্ষামূলক ইভেন্ট। আগের বিশ্বকাপগুলোতে সাধারণত প্রস্তুতির জন্য আয়োজন করা হতো আটটি দল নিয়ে কনফেডারেশন কাপ। তবে এবারের প্রস্তুতিতে অংশ নিতে যাচ্ছে ২৩টি দল।’

বিশ্বকাপ উপলক্ষে কাতার এখন পর্যন্ত তিনটি নতুন ভেন্যু উদ্বোধন করেছে। সংস্কার করা হয়েছে একটি। আর চারটি ভেন্যু এখনো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। তন্মধ্যে ডিসেম্বরের আগে দুটি উদ্বোধন করা হবে বলে জানান খাতের।

ফিফার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এপ্রিল সংস্করণ অনুসারে নিচের দিকের ১৪টি দল টুর্নামেন্টের আগে একক লেগের প্লে অফে অংশ নেবে।

কাতার জাতীয় ফুটবল দলের কোচ ফেলিক্স সানচেজ বলেছেন, ‘এ টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত কাতার। তাদের হাতে রয়েছে প্রয়োজনীয় সবধরনের রসদ ও স্টেডিয়াম।’

এ সিদ্ধান্তের জন্য আয়োজিত অনুষ্ঠানেও নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুষ্টিমেয় কয়েকজন অতিথি যোগ দিয়েছেন অনুষ্ঠানে। তবে তাদেরকেও আগে করোনা পরীক্ষা করানো হয়েছে এবং ইভেন্টের জন্য গড়ে তোলা হয়েছিল জৈব সুরক্ষা বলয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিগেলসম্যান

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিগেলসম্যান

লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

লিগ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ