আর্জেন্টিনার হোঁচট খাওয়ার দিনে প্যারুগুয়ের বাজিমাত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ এএম, ১৬ জুন ২০২১
আর্জেন্টিনার হোঁচট খাওয়ার দিনে প্যারুগুয়ের বাজিমাত

কোপা আমেরিকায় 'বি' গ্রুপের ম্যাচে চিলির বিপক্ষে আর্জেন্টিনা হোঁচট খেলেও বড় জয় পেয়েছে প্যারাগুয়ে। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে দ্বিতীয়ার্ধে দশজনের বলিভিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় তারা। অ্যাঞ্জেল রোমেরোর জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তারা। এই জয়ের ফলে বি গ্রুপের শীর্ষে অবস্থান করছে প্যারাগুয়ে।

সোমবার (১৪ জুন) দিবাগত রাতে এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় বলিভিয়া। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এরউইন সারভেদ্রা। গোল পরিশোধের জন্য প্যারাগুয়ে চেষ্টা চালালেও সফল হতে পারছিল না তারা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে জাওমি সিউয়েলা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বলিভিয়া। আর সেই সুযোগটিই দ্বিতীয়ার্ধে কাজে লাগায় প্যারাগুয়ে।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করা প্যারাগুয়ে প্রথম গোল পেয়ে যায় ম্যাচের ৬২ মিনিটে। ভলি থেকে গোল করে দলকে সমতায় আনেন কাকু। প্রথম গোলের রেশ না কাটতেই দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় প্যারাগুয়ে।

ম্যাচের ৬৫ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে নেন অ্যাঞ্জেল রোমেরো। বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি। দশ জনের দলে পরিণত হওয়া বলিভিয়ার বিপক্ষে শেষ গোলটিও আসে রোমেরোর পা থেকে।

ম্যাচের ৮০ মিনিটে আভালসের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ালে ৩-১ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনা কখনো আমার উপর নির্ভর ছিল না: মেসি

আর্জেন্টিনা কখনো আমার উপর নির্ভর ছিল না: মেসি

স্পেনকে রুখে পয়েন্টের ভাগ নিল সুইডেন

স্পেনকে রুখে পয়েন্টের ভাগ নিল সুইডেন

আবারও চিলির বাধায় আটকা, কোপার শুরুতেই আর্জেন্টিনার হোঁচট

আবারও চিলির বাধায় আটকা, কোপার শুরুতেই আর্জেন্টিনার হোঁচট

জাতিকে গর্বিত করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু

জাতিকে গর্বিত করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু