পাঁচ হাজার টাকা মুচলেখায় জামিন পেয়েছে রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৮ নভেম্বর ২০২১
পাঁচ হাজার টাকা মুচলেখায় জামিন পেয়েছে রাসেল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের খেলা চলাকালে হঠাৎ গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়া যুবক রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ হাজার টাকা মুচলেখায় দিয়ে জামিন পেয়েছেন তিনি।

রাসেলের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাসেলের আইনজীবী মো. হোসাইন ফরাজী ও মো. রবিউল্লাহ জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া পাঁচ হাজার টাকা মুচলেখায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রোববার (২১ নভেম্বর) রাসেলকে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ চলাকলে শনিবার (২০ নভেম্বর) মাঠে প্রবেশ করা যুবক রাসেলকে আটক করা হয়। রাসেল টিকিট কেটে স্টেডিয়ামে প্রবেশ করলেও খেলা চলাকালে হঠাৎই কাঁটাতারের ফেন্সিং (বেড়া) বেয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন।

মাঠে প্রবেশ করেই সামনে পাওয়া কাটার মাস্টার মোস্তাফিজের পায়ে চুমু খান। রাসেলের পিছনের দৌড়ে যাওয়া নিরাপত্তা কর্মীরা তাকে ধরে বাইরে নিয়ে আসেন। আসার সময় হাত উঁচিয়ে জয়ের উল্লাস করেন রাসেল। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎই মাঠে দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে

হঠাৎই মাঠে দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ