বদলি নামা মিরাজুলের গোলে বাংলাদেশের উল্লাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ২৬ জুলাই ২০২২
বদলি নামা মিরাজুলের গোলে বাংলাদেশের উল্লাস

ছবি : বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করলো বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে নামা মিরাজুল ইসলাম।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হয় এ ম্যাচ। শ্রীলঙ্কা যুবাদের বিপক্ষে প্রথমার্ধে বেশ দাপটের সঙ্গে খেললেও গোলের দেখা পায়নি বাংলাদেশের যুবারা। ফলে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়ার কারণও রয়েছে বেশ। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের যুবারা। বসুন্ধরা কিংসের স্ট্রাইকার পিয়াস আহমেদ একাই অন্তত চারবার সুযোগ নষ্ট করেছেন।

বিরতির পর মাঠে নেমে গোলের জন্য হন্যে হয়ে খেলতে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষ তেমন আক্রমণ করতে না পারায় নিজেরা বার বার আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত সেই গোল যেন অধরাই থেকে যাচ্ছিল। তবে ম্যাচের ৭১তম মিনিটে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মিরাজুল ইসলাম গোল করে উল্লাসে ভাসান।
sportsmail24দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মিরাজুল ইসলাম, ছবি: বাফুফে

ডি বক্সে শাহিন মিয়ার পাস থেকে দেখেশুনে ঠান্ডা মাথায় গোল আদায় করে নেন মিরাজুল। শ্রীলঙ্কার গোলরক্ষক শেনবানুকা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা করতে পারেননি। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয়ে হাসি হাসে বাংলাদেশ। মিরাজুলের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এছাড়া ম্যাচে শ্রীলঙ্কা যুবাদের তেমন কোনো আক্রমণ ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১তম মিনিটে একটি ভালো আক্রমণ ছিলেন তাদের। তবে লঙ্কার ফরোয়ার্ড থেসান থুসমিকার জোরালো শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ।

সাফে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ দল তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে মোকাবেলা করবে। বুধবার (২৭ জুলাই) স্বাগতিক যুবাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

মালয়েশিয়ার মেয়েদের জালে বাংলাদেশের হাফ ডজন গোল

মালয়েশিয়ার মেয়েদের জালে বাংলাদেশের হাফ ডজন গোল