অ্যাস্টন ভিলা বাধা টপকে লিভারপুলের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২
অ্যাস্টন ভিলা বাধা টপকে লিভারপুলের জয়

স্কোর লাইন দেখে ম্যাচের সত্যিকারের চিত্র বোঝা যাবে না। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। তবে অ্যাস্টন ভিলার লড়াইটা হয়েছে চোখে চোখ রেখে। একের পর এক সুযোগ মিস না করলে ফলটা অন্য রকম হতে পারতো।

এতোদিন বিশ্বকাপের বিরতি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। বিরতির পর সোমবারই পুরোদমে আবার ক্লাব ফুটবল শুরু হয়েছে।

১৫ ম্যাচে সপ্তম জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল।১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া অ্যাস্টন ভিলা ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে।

ম্যাচের শুরুতে পাঁচ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন দলের প্রাণভোমরা মোহাম্মেদ সালাহ। তবে প্রথম ১৭ মিনিটের মধ্যেই হয়তো হ্যাটট্রিক হয়ে যেতে পারত অ্যাস্টন ভিলার ওয়াটকিন্সের! গোলমুখে বারবার ব্যর্থ হলেন তিনি। একই সঙ্গে অ্যাস্টন ভিলার অন্য আ্ক্রমণভাগের খেলোয়াড়রাও সুযোগ মিস করন।

উল্টো ৩৭ মিনিটে আরও একটি গোল করে বসে লিভারপুর। সালাহর পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন নেদারল্যান্ডসের রক্ষণভাগের খেলোয়াড় ভার্জিন ভন ডাইক। ২০১৮-১৯ মৌসুমের শুরু থেকে প্রিমিয়ার লিগে এটি ফন ডাইকের ১৫তম গোল। এই সময়ে ডিফেন্ডারদের মধ্যে যা সর্বোচ্চ।

প্রথমার্ধে লিভারপুর ওই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবার চেপে ধরে অ্যাস্টন ভিলা।এবার সফল এক আক্রমণে ফলও পেয়ে যায় তারা।

৫৯ মিনিটে অলি ওয়াটকিন্স ব্যবধান কমান। কিন্তু সেটা ধরে রেখে এগোতে পারেনি অ্যাস্টন ভিলা। বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল করে তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেন স্টেফান বাজসেটিক। স্বস্তি ফেরে জুর্গেন ক্লুপের দলেও।

তবে হারলেও ঘরে মাঠে সহজে লিভারপুলকে ছাড়েনি অ্যাস্টন ভিলা।
স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

মার্টিনেজকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে অ্যাস্টনভিলা কোচ!

মার্টিনেজকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে অ্যাস্টনভিলা কোচ!

আর্জেন্টিনার ফার্নান্দেজকে নিয়ে কাড়াকাড়ি

আর্জেন্টিনার ফার্নান্দেজকে নিয়ে কাড়াকাড়ি

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?

আর্জেন্টিনার টাকায় মেসির ছবি! আসল ঘটনা কী?