বাবরের ব্যর্থতার জন্য দলের ওপেনাররাই দায়ী !

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৯ মে ২০২১
বাবরের ব্যর্থতার জন্য দলের ওপেনাররাই দায়ী !

বাবর আজম, বর্তমান বিশ্বের অন্যতম সফল ব্যাটার, যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই নিয়মিত রান পাচ্ছেন। তবে, সেই বাবর আজমই ব্যাট হাতে ব্যর্থ জিম্বাবুয়ের বিপক্ষে! বাবরের সেই ব্যর্থতার  `অদ্ভুত` কারণ বের করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর মতে, দলের তিন ব্যাটারের জন্যই বাবর তাঁর সেরাটা দিতে পারছে না ।

পাকিস্তানের পিটিভি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন যে, দলের বাকি ওপেনারদের জন্যই রান বঞ্চিত হচ্ছে বাবর। এমন অদ্ভুত যুক্তির পিছনে নিজের ব্যাখাও দাঁড় করান তিনি। 

শোয়েব আখতার বলেন, `ব্যাট হাতে বাবর রান পাচ্ছে না এটা আসলেই চিন্তার বিষয়। জিম্বাবুয়ের বিপক্ষে বাবরকে ব্যাট করার জন্য অপেক্ষা করা লাগছে দীর্ঘ সময়। কারণ, দুই ওপেনার লম্বা ইনিংস  খেলছে, এরপর আজহারও দারুণ ব্যাট করছে। ফলে দীর্ঘসময় বাবরকে প্যাড পরে অপেক্ষা করতে হচ্ছে।` 

বাবরের এভাবে প্যাড পরে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে তাঁর পারফরম্যান্সে এর প্রভাব পড়ছে বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, `আপনাকে এভাবে অনেকক্ষণ বসে থাকতে হয়, মনযোগ দিয়ে খেলা দেখতে হয়। এই রকম পরিস্থিতে কথা বলারও সুযোগ থাকে না। বলা চলে, এটা কোয়ারেন্টাইনের পর আরেক কোয়ারেন্টাইন।` 

তবে বর্তমানে ব্যাট হাতে ব্যর্থ হলেও বাবরের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে পাকিস্তানের এই  স্পিড স্টারের। তিনি বলেন, `ক্রিকেটে মাঝে মধ্যে এমন হয়। আমি মনে করি বাবর সেরাটা দিয়েই চেস্টা করছে। তাঁর প্রতি আমাদের প্রত্যাশা বেশি। আমাদেরও ইতিবাচক থাকতে হবে।` 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

এক বছর আইপিএল না খেললে কি হতো, প্রশ্ন শোয়েবের

এক বছর আইপিএল না খেললে কি হতো, প্রশ্ন শোয়েবের

যে কারণে অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা

যে কারণে অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা