ঘূর্ণিঝড়ে মাস্কাট বিমানবন্দর বন্ধ, মাহমুদউল্লাহদের যাত্রা অনিশ্চিত!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ এএম, ০৪ অক্টোবর ২০২১
ঘূর্ণিঝড়ে মাস্কাট বিমানবন্দর বন্ধ, মাহমুদউল্লাহদের যাত্রা অনিশ্চিত!

ঘূর্ণিঝড় শাহীনের কারণে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সকল প্রকার উড়োজাহাজের উঠা-নামা বন্ধ রাখা হয়েছে। এর ফলে বিশ্বকাপ উপলক্ষে রোববার (৩ অক্টোবর) ওমানের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দলের যাওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের আজ (রোববার) রাতে ওমানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার সূচি রয়েছে।

ঘূর্ণিঝড় শাহীনে উত্তাল আরব সাগর। উৎপত্তিস্থল থেকে ওমানের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় শাহীন রাজধানী মাসকাট থেকে মাত্র ৫শ’ কিলোমিটার দূরে রয়েছে। এছাড়া ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ওমানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
sportsmail24
ঘূর্ণিঝড়ের প্রবাবে ৫ থেকে ১২ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় শঙ্কা থাকায় ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সকল প্রকার বিমানের উঠা-নামা বন্ধ রাখা হয়েছে। যেখানে সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ দলের নামার সূচি ছিল।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা ঘোষণা করেছে এবং ঘূর্ণিঝড়ের সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার জন্য পরামর্শ জারি করেছে।

ওমান বিমানবন্দর টুইট বার্তায় জানিয়েছে, ‘প্রিয় ভ্রমণকারী! আমরা জানাতে চাই যে, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ও যাওয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নোটিশে পুনর্নির্ধারিত করা হবে।’
sportsmail24
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করা হলেও বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যোগাযোগ করে হলে এ বিষয়ে স্পোর্টসমেইল২৪.কম-কে জানানো হয়, ‘এখন পর্যন্ত আগের সূচি বলবৎ রয়েছে। ফ্লাইট স্থগতিরে বিষয়ে আরও পড়ে জানা যাবে।’

একই তথ্য জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, আমাদের শিডিউল এখনো ঠিক আছে। বিমান কর্তৃপক্ষ যদি তাদের ফ্লাইট পরিবর্তন না করে তাহলে রাতেই ঢাকা ছাড়বে দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে